যে নামের ব্যক্তিদের বিমানে চড়তে ভাড়া লাগবে না
বিনা খরচে বিমানে চড়ার সুযোগ খুব একটা পাওয়া যায় না। কিন্তু আপনার নামের শেষ অংশে যদি ‘গ্রিন’ থাকে তাহলে বিনামূল্যে বিমান ভ্রমণ করতে পারবেন। গ্রিন উইকের প্রচারণার অংশ হিসেবে ‘ফ্রন্টিয়ার এয়ারলাইনস’ দিচ্ছে এই সুযোগ।
আমেরিকান এই বাজেট এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, পাসপোর্টে নামের অংশে ‘গ্রিন’ থাকা ব্যক্তিরা ১৩ থেকে ২০ আগস্টের মধ্যে সুযোগটি উপভোগ করতে পারবেন। এজন্য ফ্লাইফ্রন্টিয়ার ডটকমে গিয়ে ফ্লাইট বুকিং দিতে হবে।
পরিবেশবান্ধব উদ্যোগটিকে ফ্রন্টিয়ার এয়ারলাইনস বলছে ‘আমেরিকার সবুজতম ফ্লাইট’। তাদের মুখপাত্র জ্যাক ক্রেমারের কথায়, গ্রাহকদের প্রতিক্রিয়া ইতিবাচক। সবার সঙ্গে সবুজ পৃথিবীর বার্তা ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।
ছয়টি আন্তর্জাতিক রুটসহ ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে ফ্রন্টিয়ার এয়ারলাইনস।
Please follow and like us: