দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে রবিবার কোরবানির ঈদ
দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রবিবার ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানি ঈদ উৎসব পালিত হবে। দুই শতাধিক বছর ধরে দক্ষিণ চট্টগ্রামের এসব গ্রামের লোকজন সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে ঈদ উৎসব পালন করে আসছেন।
এ ছাড়াও চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজ পাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, কাঞ্চন নগর ষ্টেশন, মাঝের পাড়া, দক্ষিণ কাঞ্চননগর, ছৈয়দাবাদ, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাইনজুড়ি, বরকল, বরমা, ফকিরপাড়া, পটিয়ার মল্লাপাড়া, হাইদগাঁও, শ্রীমাই, কাগজিপাড়া, শান্তিরহাট, কালারপুল, শিকলবাহা, চরকানাই, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালির চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গাসহ দক্ষিণ চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে জাঁহাঙ্গিরিয়া মমতাজিয় দরবারের অনুসারীরা ঈদুল আজহার জামাত আদায় করে পশু কোরবানি দিবেন ।