চালতে তলাকে ১-০ গোলে হারিয়ে দেবহাটা জয়ী
দেবহাটায় ফুটবল টুর্নামেন্টে চালতে তলা ইয়াং স্টার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেবহাটা ফুটবল একাদশ জয়ী হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে দেবহাটা সদর ফুটবল একাদশের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ খেলায় চালতেতলা ইয়াং স্টার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেবহাটা ফুটবল একাদশের খেলোয়াড়রা বিজয়ী হয়। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুটবল টুর্নামেন্টটির সমন্বয়ক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। সমগ্র খেলাটি সঞ্চালনা করেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবুল কালাম। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।