আশাশুনিতে ৪ আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (১০ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে মামলা ১৩(৮)১৯ এর আসামী কচুয়া গ্রামের নিমাই ঘোষের ছেলে সুমন ঘোষ ও বাবুল ঘোষের ছেলে সুজয় ঘোষকে গ্রেফতার কারেন। এসআই ফণীভূষন সরকার জিআর-১৭৯/১৯ আসামী আলীপুর গ্রামের নিমাই মন্ডলের স্ত্রী শ্রীমতি ঝরনা রাণীকে এবং এসআই বিল্লাল হোসেন শেখ জিআর-৪৪১/০৮ (আশাঃ) আসামী কুল্যা গ্রামের মৃত মনির উদ্দিন ফকিরের ছেলে আঃ করিমকে গ্রেফতার কারেন।
Please follow and like us: