সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে ৪নং ওয়ার্ডের বাড়ি বাড়ি সদর ইউএনও
ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত কাউন্সিলর অনীমা রানী মন্ডল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হক চঞ্চল, সেক্রেটারী মোশফিকুর রহমান মিল্টন, পিএনবিয়াম স্কুলের শিক্ষক মঞ্জুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, এডিস মশার প্রজনন ক্ষমতা নষ্ট করার জন্য এ অভিযান। বাড়ি,বাসা, অফিস, স্কুল, কলেজের ছাদ ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বিশেষ করে ডবের খোলা, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ভাঙ্গা হাড়ি-পাতিল, ভাঙ্গা কলস, পরিত্যাক্ত টায়ার, এসি ও ফ্রিজের তলায় জমে থাকা পানি নিজ উদ্যোগে পরিস্কার করতে হবে।