ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র প্রস্তুত
ঈদুল আযহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রস্তুত করা হয়েছে ইছামতি নদীর অববাহিকায় সুন্দরবনের আদলে সৃষ্ট সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ও জনপ্রশাসন পদক প্রাপ্ত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ঈদের দর্শনার্থীদের জন্য স্থানটিকে আরো আকর্ষনীয় ও নয়নাভিরাম করে তুলতে বর্তমানে কাজ করে যাচ্ছে দেবহাটা উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই দেবহাটা সদরের সুশীলগাতী থেকে ইছামতি পাড়ের রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মানের কাজ প্রায় শেষ করেছে প্রশাসন।
তাছাড়া ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকেও সাজানো হচ্ছে ঈদের সাজে। তবে ঈদের আগেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মান কাজ প্রায় শেষ মুহুর্তে পৌছানোয় অন্যান্য বারের থেকে এবারের ঈদে বিনোদন প্রেমী দর্শনার্থীদের সমাগম বেশী হবে বলে ধারনা কতৃপক্ষের।
দর্শনার্থীরা দেবহাটা সদর হয়ে সুশীলগাতী থেকে এবং ধোপাডাঙ্গা হয়ে টাউনশ্রীপুর বাজার অভিমুখ দিয়ে সহজেই পৌছাতে পারবেন রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে। প্রতি বছরই ইছামতি নদীর অববাহিকায় সৃষ্ট নয়নাভিরাম ও সৌন্দর্য মন্ডিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি ঈদে দর্শনার্থী ও ভ্রমন পিপাসুদের বিনোদনের অন্যতম স্থান হিসেবে মিলনমেলায় পরিনত হয়ে আসছে। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ জানান,
ঈদে পর্যটন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের বিনোদনের চাহিদা পুরনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষনিক স্বেচ্ছাসেবী ও বিনোদন কেন্দ্রের কর্মীরা দায়িত্বে থাকবেন। পর্যটন কেন্দ্রের দু’পাশের গেইট থেকে টিকিট সরবরাহ ও দর্শনার্থীরা মুল পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে। তাছাড়া ঈদের দুই দিন আগে থেকে পরবর্তী এক সপ্তাহ আবহাওয়া ভালো থাকলে বিনোদন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও জানান ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, দর্শনার্থীদের আগমন ঘিরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পর্যটন কেন্দ্রটিতে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। সাতক্ষীরা সহ জেলার বাইরে থেকে আসা দর্শনার্থীরা ঈদে বিনোদন কেন্দ্রটির অপরুপ সৌন্দর্য উপভোগ করবেন বলেও জানান তিনি।