সাতক্ষীরায় প্রিপেইড মিটারে চুরির দায়ে এক গ্রাহককে জেল, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র বিশেষ অভিযানে প্রিপেইড মিটারে অবৈধভাবে অভিনব কায়দায় ডিজিটাল চুরির দায়ে এক বিদ্যুৎ গ্রাহককে জেল-জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের কাটিয়া নারকেলতলাসহ মো. সামছুজ্জামানের বাড়িতে এ অভিযান চালানো হয়। এব্যাপারে সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, বিদ্যুৎ গ্রাহক মো. সামছুজ্জামানের বাড়িতে মোট ০৬টি প্রিপেইড মিটার আছে এর মধ্যে ৫০২৫০০৫৯১২৩ ও ৫০২৫০০৫৯১২৬ নং মিটার দুটিতে পরীক্ষা করে দেখা যায় গত ইং-১৯/০৬/১৯ তারিখে প্রিপেইড মিটার দুটি খুলে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরির কারুকাজ করা হয়েছে।
বাড়িতে চলছে এসি, ফ্রিজ, ওভেন, হিটার, রাইস কুকার ব্যবহার করে ও মিটারে টাকা রিচার্জ করা লাগছেনা। এভাবেই দিনের পর দিন ডিজিটাল চুরি করে আসছে। বিগত ৩ বছর পূর্বে একই ব্যক্তির বাড়িতে মিটারে বিদ্যুৎ চুরির দায়ে জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র বিশেষ অভিযানে প্রিপেইড মিটারে অবৈধভাবে অভিনব কায়দায় ডিজিটাল চুরির দায়ে বিদ্যুৎ গ্রাহক মো. সামছুজ্জামানকে বিদ্যুৎ চুরি আইনে দুই বছরের জেল প্রিপেইড মিটারটিতে ১লক্ষ ২৭ হাজার ৭শ’৫৪ টাকা এবং আরো একটি মিটারে ৬৪ হাজার ৪শ’৫৪ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যুতের সিস্টেম লসের কারণে জননেত্রী শেখ হাসিনা প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করেছেন। বর্তমানে কোন বিদ্যুতের লোড সেডিং নেই। দু’একটা প্রিপেইড মিটারে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, আক্তার হোসেন, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মো. মতিয়ার রহমান, রাজিব চন্দ্র রায়, রুবেল হোসেন, লাইনম্যান গোলাম মোস্তফা, আলতাপ হোসেনসহ কাটিয়া ফাঁড়ির পুলিশ সদস্য এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।