লক্ষিদাড়ি সীমান্ত থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারী আটক
সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। সোমবার রাত ১০ টার দিকে ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম শহিদুল ইসলাম (২৬)। তিনি সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের মহব্বত আলীর ছেলে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় শহিদুল ইসলামের নামে মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-১৩।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদক আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা নায়েক সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে উক্ত গাঁজাসহ চোরাকারবারী শহিদুলকে হাতে নাতে আটক করা করা হয়। এ ঘটনায় নায়েক সাইফুর বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস.আই রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।