বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উদযাপনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রস্তুতি সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের লক্ষে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটার লাইট হাউজ মার্কেটে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতুর সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহবায়ক এস এম গেলাম ফারুক, রফিকুল ইসলাম, সদস্য আব্দুর রহিম, এসএম আহছানউল্লাহ, আশাশুনী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সম সেলিম রেজা, সদস্য সচিব নাজমুল হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, সদস্য মফিজুর রহমান, আরাফাত হোসেন প্রমুখ।
সভায় আগামী ১৫ আগষ্ট নানা কর্মসুচীর মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা ও জেলার সকল উপজেলাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।