ভোমরা যানজট নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে কর্মীরা
ভোমরা মুক্তিযোদ্ধা সংসদ, সড়ক ও পরিবহন শ্রমিক লীগ, যুবলীগ তরুণ লীগের উদ্যোগে এলাকায় যানজট নিরসন, ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। সরকারের কে সহযোগিতা করতে তারা নিজ নিজ সংগঠনের উদ্যোগে ভোমরা স্থল বন্দর এলাকা, স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে এ কাজ করে যাচ্ছে।
প্রথমত তারা ভোমরা স্থল বন্দরে যানজট নিরসনে সকল বাধাকে উপেক্ষা করে স্থলবন্দর যানজট মুক্ত করেছেন। এ সংগঠনে প্রায় ৩০জন যুব রয়েছেন। তারা প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত অবধি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রাস্তার উপর গাড়ী, ট্রাক পার্কিং করলে তাদের যথাযথ স্থানে নিয়ে যাওয়া সহযোগিতা করে যাচ্ছে এ সংগঠনটি। তাদের কাজে প্রতি বেজায় খুশি হয়েছেন এলাকার শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ সকল মহলের লোকজন। স্থলবন্দর এলাকায় কোন ফুট ওভার ব্রিজ না থাকায় ছাত্র-ছাত্রীরা রাস্তা পারা-পারে খুবই বিড়ম্বনায় পড়তে হত। কিন্তু একাজে সহযোগিতা করে যাচ্ছেন এ সেচ্ছাসেবী সংগঠন গুলো।
তাছাড়া এলাকায় ডেঙ্গুর প্রাদুভোগ বেড়ে যাওয়ায় তারা যানজট মুক্ত করার পাশাপাশি স্থল বন্দর এলাকায় পরিষ্কার পরিচ্ছনতার কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তারা লক্ষীদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোমরা স্থল বন্দর, ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানে তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনামুলক আলোচনা ও পরিষ্কার পরিচ্ছনতা কাজ করেছেন বলে স্থানীয় জানান।
এ কাজে নেতৃত্ব নিয়ে যাচ্ছেন ভোমরা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আমিনুর ইসলাম, মুক্তিযোদ্ধা অহেদ গাজী, ভোমরা ইউনিয়ন আ;লীগের সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা যুবলীগের সভাপতি কবির হোসেন, সম্পাদক আব্দুল মোতালেব পলাশ, জেলা তরুণ লীগের সভাপতি শাহীন মোল্যা, ওমর ফারুক, বেল্লাহ হোসেন প্রমুখ।