দেবহাটায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে মতবিনিময় সভা
দেবহাটায় ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষে জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়
নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট প্রমুখ। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ পরিচ্ছন্নতা অভিযানে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।