ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে- ইউএনও সাজিয়া আফরীন
দেবহাটাতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ পরিচ্ছন্নতা অভিযানে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সোমবার সকাল ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়নের ৭৪টি পৃথক স্থানে এডিস মশা নিধনের লক্ষে ফগার মেশিন
দ্বারা কীটনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেবহাটার সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বক্তৃতায় আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি। প্রত্যেককে নিজ বাড়ী, অফিস বা
অন্যান্য কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার সম্ভাব্য উৎপত্তি বা আবাসস্থল বিনষ্ট করতে হবে। তাহলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আলফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার
আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, মোনাজাত আলী, জগন্নাথ মন্ডল, পরিতোষ বিশ্বাস, সদস্য রেহানা আক্তার, আলফাতুননেছা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও
জনসাধারন উপস্থিত ছিলেন। পরে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য আবাসস্থল বিনষ্ট করা হয়।