কলারোয়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
কলারোয়ায় সোমবার ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, সেমিনার, বৃক্ষ রোপণ। উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড. শেখ কামাল রেজা। ৩ দিনব্যাপি এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।