এই ঈদের রাজা বাবু সাতক্ষীরায়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু।খামারিরা শেষ মুহুর্তে পশুগুলোকে যত্ন নিচ্ছেন। কেউবা আবার বিক্রির জন্য দাম হাঁকছেন।পশুর আকার ও ওজন দেখে হচ্ছে দামের কম-বেশি। যার গরু সবচেয়ে বড় ও ওজনে বেশি তার গরুর দাম বেশি। সবেচেয়ে বড় ও দাম বেশি এ গরু দেখতে প্রতিবার কোরবানিতে থাকে দেশবাসীর আগ্রহ।
এবার দেশবাসীর সে আগ্রহ পূরণ করছে সাতক্ষীরা সদরের গোয়ালপোতা গ্রামের কৃষ্ণপদ সরকার তিনি দীর্ঘ ৪ বছর যাবত পালন করে আসছে হলস্টেইন ফিজিয়ান জাতের ২টি গরু। যার একটির নাম রাজা ও বাবু।
কোরবানির ঈদকে সামনে রেখে খামারি কৃষ্ণপদ সরকার গরু ২টির দাম হাঁকাচ্ছেন ২০ লাখ টাকা। এই গরু ২টিই সাতক্ষীরার সবচাইতে বড় আকারের ও বেশি ওজনের গরু বলে দাবি তার। কিছুদিন দিন আগে ঢাকার এক ব্যাপারি এসে গরু ২টির দাম ১৩ লাক্ষ টাকা বল্লেও বিক্রয় করেত রাজি হননি তিনি। ঈদের বাকি কয়েক দিন,গরু দেখতে আসছে অনেকেই কিন্তু কেনার জন্য আসছে না কেও। কৃষ্ণপদ সরকার বলেন উত্তর অঞ্চলে বন্যার কারনে গরুর তমন দাম পাওয়া যাচ্ছে না।
খামারী কৃষ্ণপদ সরকার জানান, ৪ বছর আগে তার খামারের একটি ফ্রিজিয়ান গাভী কে ১০০% বীজ দিয়ে এই গাভী দুটি পান তিনি সেখান থেকে পালন শুরু করেন। বিশাল আকারের এই গরু দুটির পরিচর্যা করা খুবই কঠিন। গরু দুটিরমধ্যে রাজার ওজন ২৫ মন ও বাবুর ওজন ২০ মন।বর্তমানে দিনে কমপক্ষে থেকে ৩ বার গোসল করাতে হয়। সারাদিনই প্রায় এই গরু ২ টির যত্ন করতে হয়।
তিনি বলেন, তাদের খামারে আরো যে ১০ টি গরু আছে, তাদের যত্ন নেওয়াই দায়। তার আশা এখন বাড়ি থেকেই যেন গরুটি ন্যায্য মূল্যে বিক্রি করা যায়।
তিনি আরও বলেন, গরু ২ টি প্রতি বছরে ২ থেকে ৩ লাক্ষ টাকা খরচ । গরু ২টির খাবারের তালিকায় আছে, ভুসি, শুকনা খড়, কাঁচা ঘাস,কুড়া, ইত্যাদি।
তিনি জানান, একবস্তা ভূসি মাত্র ২দিনেই খাওয়ানো হয়। গরু ২টি দেখতেও রাজার মতো, খায়ও রাজার মতো। এ কারণে তিনি গরু ২ টির নাম রেখেছেন রাজা বাবু।