আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ জেলা শাখার কর্মী সম্মেলন
সোমবার বাঁকাল দারুল হাদীছ আহ্মাদিয়া সালাফিইয়াহ কমপ্লেক্স ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে বিকাল ৩টায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ¦ মুহাম্মদ আব্দুর রহমান সরদার।
এছাড়া আলোচনা পেশ করেন, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপাক শাহিদুজ্জামান ফারুক, উপাধ্যক্ষ মাওলানা মহিদুল ইসলাম, আহলেহাদীছ যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস ছামাদ, যুব সংঘের জেলা সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, সেক্রেটারী মুহাম্মাদ নাজমুল আহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা অর্থ সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ কেরামত আলী, অধ্যাপক মোফলেহুর রহমান, সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল খালেক, সেক্রেটারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা সভাপতি মাওলানা রবিউল হক, তালা উপজেলা সভাপতি আব্দুর রহমান সানা, আশাশুনি উপজেলা সভাপতি অধ্যাপক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা সভাপতি মাওলানা মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এ দেশে বসবাসকারী ৯০ভাগ নাগরিক মুসলিম, আমাদের রব, আমাদের নবী, আমাদের ধর্ম সবই এক ও অভিন্ন। অথচ আমরা ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিকভাবে বিভক্ত হয়ে পড়েছি। পারস্পারিক প্রতিহিংসা আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বহুদলীয় মতপার্থক্য ও মতবিরোধের প্রতিহিংসায় প্রজালিত হুতাশনে মুসলিম ভ্রাতৃত্বের শান্তির সমাজ আজ পুড়ে ছারখার। আমাদের দুনিয়ার স্বার্থদ্বন্দ্ব ভুলে যেতে হবে। মনে রাখতে হবে মহান স্ট্রষ্টার কাছে একদিন ফিরে যেতে হবে এবং কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং আল্লাহ প্রদত্ত শান্তির অমীয় বানী মেনে চলুন তাহলে সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা হবে। পরিশেষে তিনি কর্মীদেরকে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।