সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র চিশতি
সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ আগস্ট) সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, শাহাজান কবির সাজু, সুলতানপুর কাঁচাবাজার সমিতির সদস্য আব্দুর রহিম বাবু, শেখ নাছিমুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মুন্সীপাড়া স্যাটালাইট’র স্বত্বাধিকারী আবু জাহিদ ডাবলু, কাজী হেমায়েতুল ইসলাম রাজন, সাতক্ষীরা পৌরসভা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর আজিজুর রহমান প্রমুখ। এডিপির অর্থায়নে সুলতানপুর রোম টেইলসের সামনে থেকে জুয়েলের বাড়ি পর্যন্ত ২৩৫ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন পর বেহালদশা রাস্তাটি আরসিসি ঢালাই হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের মাঝে প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এলাকাবাসী ও পথচারীরা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের প্রচেষ্টায় রাস্তাটি হওয়ায় তাকে দোয়া ও আশীর্বাদ করেছে এবং সেই সাথে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছে। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।