সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি বর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারিবের উপর গুলি বর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ ছাত্র লীগ সাতক্ষীরা জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের উপর হামলা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারিবের উপর গুলি বর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, এর আগে শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।