দেবহাটায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
দেবহাটাতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালীটি বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, মেডিকেল অফিসার ডা: তানভীর আহমেদ, ডা: অমরেশ হালদার, ডা. মনতাজ উদ্দীন, স্বাস্থ্য পরিদর্শক আজিজুল ইসলাম, ইপিআই’র মেডিকেল টেকনোলজিষ্ট মো. সালাহউদ্দীন, অধ্যক্ষ আনিছুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব আফসার আলী, গ্রাম্য ডা: মনিরুল ইসলাম, ভোলানাথ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল গনি, এমাদুল ইসলাম, শফিকুল ইসলাম, ময়না সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।