তালায় প্রেমের টানে সাত বছরের বাচ্চা রেখে স্বামীকে তালাক(ভিডিওসহ)

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটী গ্রামে। প্রেমের টানে স্বামীকে তালাক দিল শাকিলা, (৩০) পিতা মোসলেম খাঁশাকিলার স্বামী কোহিনুর গাজী, পিতা কাদের গাজী জানান যে, দীর্ঘ নয় বছর একসঙ্গে ঘর করছে। আমাদের একটি ছেলেও আছে তার বয়স সাত বছর। আজ আমাকে ছেড়ে আমার স্ত্রী চলে যাচ্ছে আমার পাশের বাড়ির ফরিদ আহমেদ এর ছেলে রাতুল গাজীর( ১৮) সঙ্গে। কোহিনুর আরো বলেন যে, শাকিলা আমার সাথে প্রেম করে বিয়ে করেন।

আমাদের সংসার ঠিক মত চলছিলো পাশের বাড়ির রাতুলে সঙ্গে প্রেমে সম্পর্কে জড়িয়ে পরে আমার স্ত্রী শাকিলা বেগম। আমি যখন বাড়ি না থাকতাম তখন প্রায় সময় আমার বাড়ি যাওয়া আসা করতো রাতুল। আমি অনেক বার রাতুল কে বুঝিয়েছি দেখ তুই আমার সংসার টা নষ্ট করিস না। এমন কি আমাদের গ্রামে মেম্বর আ স ম আব্দুল রব কে এই বিষয়ে বলেছি । কিন্তু রাতুল কোনো কথা না শুনে, শনিবার তিন এ (আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে রাতুল আমাদের ঘরের পিছনেঘোরা ফেরা করছে আমি কথা বলতে সে দৌড়ায় যাই আমিও তার পিছনে যাই। তার সাথে কথা বলি সে বলে আমার স্ত্রী কে বিয়ে করবে আমি তখন গ্রাম বাসি কে ডাকি সবার উপস্থিতিতে আমার স্ত্রী শাকিলা বেগম আমাকে খোলা তালাক করেন

স্থানীয় ইউপি সদস্য আ স ম আব্দুর বর জানান যে ঘটনা স্থানে আমি উপস্থিত ছিলাম সবার উপস্থিতিতে আমি কোহিনুর স্ত্রী শাকিলার কাছে জিজ্ঞাসা করেছি তুমি কি কোহিনুর ঘর করবে নাকি রাতুলের এখানে যাবে? শাকিলা বলছে আমি রাতুলে ওইখানে যাবো,তার নিজের ইচ্ছা তেই এই তালাক হয়েছে। ভিডিও দেখুন–https://www.youtube.com/watch?v=JhnAVeMIZcg&fbclid=IwAR39KlNO1hc4E6cYxk1Z7GJQXrzpoie849B9ZTadZheYzUHkIjXAekKGxJI

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)