জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা রেডক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শহরের বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী প্রস্তুতিসভা জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের পরিচালনায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে। সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শহরের বিভিন্ন কর্ণারে কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দুপুরে শহরের শতাধিক স্থানে গণভোজ, বাদ আসর শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি
পাঠাগারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি সফল করার জন্য জেলা, সদর উপজেলা, পৌরসভা ও আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করার জন্য বলা হলো। সভায় পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দের উপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং আওয়ামীলীগ নেতা
নজরুল হত্যার আসামীরা আজও গ্রেফতার না হওয়ায় নিন্দা জ্ঞাপন করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম,
সাংস্কৃতিক সম্পাদক এড. অনীত মুখার্জী, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, ত্রাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, নির্বাহী সদস্য মীর মোশাররফ হোসেন মন্টু, উপ-দপ্তর সম্পাদক জি এম ফাত্তাহ, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডাঃ মুনসুর আহমেদ, পৌর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী প্রমুখ।