কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধেভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল।
সমাবেশে বক্তারা এডিস মশার বংশ বিস্তার রোধে সরকার ঘোষিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহবান জানান। এসময় শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর-বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, দেবাশীষ সরদার, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, নূরজাহান, মমতাজ পারভীন, আসমা খাতুন, অভিভাবক আব্দুল জলিল, মফিজুল মেম্বার, ছকিনা খাতুন, ফাতেমা খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক। সমাবেশের আগে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের নেতৃত্বে প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ঘন্টাব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ অভিযানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।