আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
আশাশুনিতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায়
কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে, মাতা পিতাকে উৎসাহিত করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী। আবাসিক মেডিকেল অফিসার
ডাঃ সউদ বিন খায়রুল আনামের সভাপতিত্বে ও এইচএ (স্যানেটারী ইন্সপেক্টরের সহযোগি) মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আল ফাহাদ বিন সাদ, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, ইপিআই টেকনেশিয়ান দীলিপ কুমার ঘোষ, সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার ও স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান।