মাহমুদপুর যুব সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত
মাহমুদপুর যুব সংঘের নব গঠিত কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় যুব সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মাহমুদপুর যুব সংঘের সভাপতি মোমিন উল্লাহ মোহন। সভার শুরুতে বিগত কমিটির মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, ডেঙ্গু সচেতনতা, ফুটবল টুর্নামেন্টের আয়োজনসহ বিবিধ বিষয় আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল আলম, আসিফ হোসেন, সাগীর আহম্মেদ,মোঃ মনিরুজ্জামান, সাইদুর রহমান, ফিরোজ কবির, মনিরুজ্জামান সোহাগ, হামিদুর রহমান, মাকছুদ হাসান, জিলানী মাহমুদ, নাজমুল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মাহমুদপুর যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দীন আহমেদ।
Please follow and like us: