টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী-ডাকাতসহ নিহত ৪
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ চারজন নিহত হয়েছেন। রোববার ভোররাতে উপজেলার নুরউল্লাহ ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে। এসময় অতিরিক্ত এসপিসহ আহত হয়েছেন সাতজন।
নিহতরা হলেন- কুতুবদিয়া লেমসিকলী এলাকার নূর সফার ছেলে মো. আয়ুব, একই থানার বাজার ডুরুং এলাকার শাহজানের ছেলে মো. জুনাইদ, টেকনাফ পৌরসভার ন্যাইট্যং পাড়া (কে.কে পাড়া) আব্দুল গফুরের ছেলে মেহেদী হাসান ও মাদারীপুর গনগিয়ার কুল এলাকার জহির মোল্লার ছেলে ইমরান মোল্লা।
আহত পুলিশ সদস্যরা হলেন- অতিরিক্ত এসপি রেজোয়ান, ওসি (ডিবি) মানস বড়ুয়া, এসআই কামরুজ্জামান, এএসআই সজিব, কনস্টেবল, জলিয়া নূর, আব্দুল শুক্কুর ও মেহেদী হাসান।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফে নূরউল্লাহ পাহাড় এলাকায় একাধিক মামলার আসামি ডাকাত আব্দুল হাকিম তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে রাতেই সেখানে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত এসপিসহ সাতজন আহত হন।
তিনি আরো বলেন, ডাকাত ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. মেহেদী হাসান, আয়ুব, জুনায়েদ, ইমরান মোল্লাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিতে বলেন। সেখানে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে সাতটি অস্ত্র, ২৫ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচটি কিরিচ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।