জেলা পুলিশের আয়োজনে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত (ভিডিওসহ)
এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সম্পর্কিত সচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। আজ সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ লাইন্স থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স সহ পাশ্ববর্তী এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন ।
https://www.facebook.com/1097067257079185/videos/2471451493134150/
এ সময় র্যালীতে অংশ গ্রহণ করে পুলিশ সুপার প্রশাসন ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার তালা হুমায়ন কবীর, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ লাইন্স বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এডিস মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সম্পর্কিত সচেতনতা নিজ দায়িত্ববোধ থেকে গড়ে তুলতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে, একই সাথে সাতক্ষীরার জন সাধারণের প্রতি সকলকে সচেতন হওয়ার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধে ডাক্তারের পরামর্শ মেনে চলতে আহবান জানান তিনি।
দৈনিক সাতক্ষীরা/জি এম কে