ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী গ্রেফতার
টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী হারুন মাহমুদ কিশোরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার সৌখিন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন মাহমুদ কিশোর টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় কনসার্টে গান গাইতেন।
পুলিশ জানায়, হারুন মাহমুদ কিশোরের মালিকানাধীন ‘সকাল মিডিয়া ভিষণ’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে ওই মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে শারিরিক সর্ম্পকও হয়। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে কিশোর তাতে রাজি হননি।
বৃহস্পতিবার সকালে স্বামী পরিত্যক্ত এ নারী তাকে একমাত্র আসামী করে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন। মেয়েটি অভিযোগ দীর্ঘদিন ধরে হারুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল।
এ ব্যাপারে সখীপুর থানার এসআই ফয়সাল আহম্মেদ বলেন, মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।