আশাশুনিতে ব্রাহ্মণ সংসদের আলোচনা সভা ও উপজেলা কমিটি গঠন
আশাশুনিতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ আশাশুনি উপজেলা শাখা গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২আগষ্ট) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তী। সংসদের সাতক্ষীরা জেলা সহ-সভাপতি অনাথ বন্ধু চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সভাপতি করুনা কান্ত ব্যানার্জী, জেলা সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী (মনা), সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার হালদার, কালিগঞ্জ উপজেলা সভাপতি মিলন আচার্য্য ও শ্যামনগর সভাপতি হর প্রসাদ চ্যাটার্জী। সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রবোদ ব্যানার্জী, কৃষ্ণপদ চক্রবর্ত্তী ও শিবপদ চক্রবর্ত্তী। সভায় প্রদীপ কুমার চক্রবর্ত্তীকে সভাপতি ও হারাধন চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা ব্রাহ্মণ সংসদ গঠন করা হয়।