বিয়ার গ্রিলসের সঙ্গী এবার নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন অবতারে হাজির করছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব বিয়ার গ্রিলস। টিভি অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তাদের দেখা যাবে উত্তরাখন্ডের বন্য পরিবেশে অ্যাডভেঞ্চার করতে।
এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টে অনুষ্ঠানটির টিজার শেয়ার করেছেন গ্রিলস। গাড়িতে চড়ে বন্য পরিবেশে যান তারা, পরে ছোট একটি ডিঙিতে চড়ে নদী পাড়ি দিতে দেখা যায়।
মূলত প্রাণী সংরক্ষণ ও পরিবেশগত পরিবর্তন নিয়ে সচেতনতার উদ্দেশে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।
এক বিবৃতিতে মোদি বলেন, কয়েক বছর ধরে আমি প্রকৃতির মাঝে, পাহাড় এবং বনের মধ্যে বাস করেছি। ওই বছরগুলো আমার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তাই যখন আমাকে রাজনীতির বাইরেও জীবনকে কেন্দ্র করে একটি বিশেষ কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সেটি প্রকৃতির মাঝেই করার কথা বলেছিলাম। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ ও ঝোঁক দুটিই আমার ছিল।
সঙ্গে যোগ করেন, এর মাধ্যমে ভারতের ঐতিহ্যমণ্ডিত পরিবেশের কথা বিশ্বের সামনে তুলে ধরার এক দারুণ সুযোগ আসে আমার কাছে। আর পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্বের ওপর জোর দেওয়ারও সুযোগ হয়। এ ছাড়া প্রকৃতির অভিজ্ঞতা সমৃদ্ধ বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে আরও একবার সময় কাটানোর দুর্দান্ত সুযোগও হাতছাড়া করতে চাইনি।
এ দিকে বিয়ার গ্রিলস বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের জঙ্গলের ভেতরে যাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি এই বিশ্বনেতার সঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। জঙ্গল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের একে অপরকে প্রয়োজন এবং একসঙ্গে থাকলেই আমরা আরও শক্তিশালী হতে পারি।
ডিসকভারি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার হবে ১২ আগস্ট। দেখা যাবে বিশ্বের ১৮০টির বেশি দেশে।