নলতায় নতুন কাঁচামালের আড়ৎ উদ্বোধন উপলক্ষে মিলাদ শরীফ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় আলহাজ্জ মো. এনামুল হক খোকনের মালিকানাধীন রাইচ মিল সংলগ্ন কাঁচামালের নতুন আড়ৎ উদ্বোধন উপলক্ষে ১ আগস্ট বৃহস্পতিবার বাদ আসর মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নলতা হাট পরিচালনা কমিটির কর্মকর্তাদের সহযোগিতায় এবং সংশ্লিষ্ট কাঁচামালের আড়ৎ ব্যবসায়ী নজরুল ইসলাম, এনামুল হক, আব্দুস ছাত্তার, জহুর আলীসহ অন্যান্য ব্যক্তিদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, মিশনের যুগ্ম সম্পাদক ও অত্র জায়গার মালিক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, আলহাজ্জ আবুল ফজল, আলহাজ্জ গোলাম মোকতাদির, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ শামছুল হুদা, মাওঃ আব্দুস ছাত্তার, মাওঃ রফিকুল হাসান, নলতা হাটখোলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওয়াজেদ আলী, মো. রফিকুল ইসলাম খোকন, আলহাজ্জ আব্দুর রশিদ, হাট কমিটির সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক লাভলূ আক্তার, আব্দুস ছাত্তার বিশ্বাস, আবু খালেক, আলহাজ্জ রেজাউল ইসলাম, মো. জাহান আলী, সরকারি কেবিএ কলেজের প্রভাষক ও সাংবাদিক মো. মনিরুজ্জামান (মহসিন), দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, নলতা-তারালী সড়কের পাশে উক্ত কাঁচামালের আড়ৎ থাকায় ট্রাকে পণ্য ওঠানো বা নামানোর সময় সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষের পথ চলায় চরম ভোগান্তি পোহাতে হত। তাই হাট কমিটি সহ এলাকার সুধীজনের আন্তরিক প্রচেষ্টায় আলোচনা সাপেক্ষে নতুন স্থানে প্রধান সড়কের ধারে প্রশস্ত জায়গায় নতুন কাঁচামালের আড়ৎ যাওয়ায় সকলের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।