দেবহাটায় ক্যান্সার আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকা সহায়তা
দেবহাটায় আবু বকর নামের এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় ক্যান্সার আক্রান্ত আবু বকরের হাতে ৫০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। ক্যান্সার আক্রান্ত আবু বকর নলতা কাশিবাটী গ্রামের মহিউদ্দিনের ছেলে। এসময় উপজেলা ভাইস
চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ ক্যান্সার আক্রান্ত আবু বকরের স্বজনরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি বলেন, ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা সমাজসেবা অফিসারের কাছে আবেদন জানালে চিকিৎসা সহায়তা পাবে বলেও জানান তিনি।