তথ্য অধিকার সপ্তাহ ২০১৯ উপলক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

গত ৩১ জুলাই ২০১৯ বুধবার সকাল ১১.৩০ মিনিটে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিব পদ গাইন এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে কলেজের এইচএসসি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত

হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদৈর তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শিখানো হয়। তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আবেদন গ্রহণ, আপীল ও অভিযোগ দাখিলসহ এ আইন প্রয়োগ পদ্ধতির বিষয়ে আলোচনা তুলে ধরেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা

সংক্রান্ত বিষয়ে জবাবদিহিতার ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে তরুণ প্রজন্ম হিসেবে শিক্ষার্থীরা কাজ করবে বলে ঐক্যমত পোষণ করেন। এ সময় তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় আবেদন ফর্ম পূরণ করা হাতে কলমে শিখানো হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে, গত ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিট সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি

ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক সহ-সভাপতি তৈয়েব হাসান এর সভাপতিত্বে তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলার ডিজিটাল কর্ণারে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক সংগঠনের নাগরিক আন্দোলন মঞ্চ, জেলা নাগরিক কমিটি, সিনিয়র সিটিজেন ও

ওয়েলফেয়ার এসোসিয়েশন, প্রেরণা, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখা, প্রথম আলো বন্ধসভা, সাতক্ষীরা মিশন, হান্টিং ফার্ষ্ট, ‘ল’ স্টুডেন্ট ফোরাম, অর্জন ফাউন্ডেশন, হিমু পরিবহন, উদারতা সাতক্ষীরা, ক্রিসেন্ট, রোটারেক্ট ক্লাব, শিশু ফোরাম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অপর দিকে, তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ পালনের অংশ হিসেবে অন্যান্য কর্মসূচির মধ্যে স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সরকারি, বেসরকারি ও

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবাপ্রদানে জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সনাক এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য কর্তৃক গত ২৯ জুলাই থেকে ৩১ জুলাই ২০১৯ তারিখ এর মধ্যে ২ দিন ব্যাপী ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকার আইন- ২০০৯ এর প্রচার করা হয় এবং স্থানীয় পর্যায়ে অফিস ভিত্তিক তথ্য অধিকার আইনের প্রাতিষ্ঠানিক চর্চার ইতিবাচক পরিবেশ

সৃষ্টি করতে তথ্য প্রাপ্তির আবেদন জমা দেয়ার পাশাপাশি সেবাদানকারী অফিসগুলোর হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নাম ও পদবী, আবেদন গ্রহণের নিবন্ধন খাতা সংরক্ষণ করাসহ সংশ্লিষ্ট পরামর্শমূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তথ্য অধিকার সপ্তাহ- ২০১৯ এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩৩৫ জনকে হাতে কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম পূরণ করা শিখানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সরকারি ও

বেসরকারি দপ্তরে ইয়েস গ্রুপের মাধ্যমে তথ্য প্রাপ্তির আবেদন জমা হয়েছে ১২৫টি এবং তরুণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের আবেদন জমা হয়েছে ১৪৩টি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)