কালিগঞ্জে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ ডেঙ্গু ও গুজব প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১জুলাই) সকাল ১০ টায় উপজেলার কালিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গুরুত্বপুর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম ( জামি)। কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম, আজিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক শেখ
আতিকুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রখেন কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়। জনসচেতনতা মূলক অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধী, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।