কুশখালী মানবপাচার প্রতিরোধ দিবস পালন
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। আজ ৩০শে জুলাই সোমবার সকাল ১০ঘটিার সময় কুশখালী মাধ্যমিক বিদ্যালয় এই দিবস পালন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার আলমগীর হোসেন,শাফিরুল ইসলাম,মোজারুল ইসলাম ও বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী এবং শিক্ষক/কর্মচারী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্র/ছাত্রীদের নিয়ে র্যালি ও আলোচনা অনুষ্ঠান হয়। এসময় বক্তারা বলেন মানব পাচার বাংলাদেশের জন্য বড় সমস্যায় পরিণীত হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ করা সম্ভব হবে। এবং সকলকে সচেতন হতে হবে তাহলে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব হবে।