কানাডায় এক বাড়িতে মিলল চার বাংলাদেশির মরদেহ
কানাডার টরন্টোর মারখাম এলাকার একটি বাড়ি থেকে চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য।
রোববার রাতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ওই পরিবারেরই এক সদস্যকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন মোহাম্মদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে এবং বয়স্ক এক নারী। পরে বাড়ির সামনে থেকে মনিরের ছেলেকে আটক করা হয়। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড। নিহত দম্পতির আটক হওয়া ছেলেটি মানসিকভাবে অসুস্থ। সে মাদকাসক্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের খুনের বিষয়টি সেই প্রথম মন্ট্রিলে থাকা তার এক বন্ধুকে ফোন করে জানায়।
Please follow and like us: