সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
“বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘের আবাস রক্ষা এবং বাঘ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিশ্ববাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের পাদদেশে মুন্সীগঞ্জ’ বনবিভাগের টহলফাড়িতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো: রফিক উদ্দিন, ষ্টেশন অফিসার (এস.ও) বেলাল হোসেন, কামরুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি মুন্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
বক্তারা এ সময় জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি। তারা আরো জানান, সর্বশেষ তথ্যানুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে।