দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক কারখানা মালিককে কারাদণ্ড
দেবহাটায় মেয়াদোত্তীর্ন ও নিন্মমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কারখানা বন্ধ সহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য বিনষ্ট ও কারখানার মালিক আমিনুর রহমান মুকুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নাজমুন নাহার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুলিয়া ভুমি অফিস সংলঘ্ন খাল পড়ের একটি অবৈধ শিশুখাদ্য তৈরীর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ সহ জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী কারখানার মালিক মুকুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য বিনষ্ট সহ কারখানাটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ বেআইনিভাবে কারখানাটি পরিচালনা সহ নিন্মমানের শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য নতুনভাবে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল কারখানার মালিক মুকুল। অভিযানকালে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।