দুই সম্পাদকের নামে মিথ্যা মামলা ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কদমতলায় মানববন্ধন
সাতক্ষীরা মফঃস্বল সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে দৈনিক পত্রদুত ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদকের নামে পৌর কাউন্সিলর কর্তৃক মিথ্যা মামলা এবং দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক গাজী ফরহাদের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কদমতলা বাজারে বৈকারী সড়কে সাতক্ষীরা মফস্বল সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক সেলিম হোসেনের সভাপতিত্বে
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক পত্রদুতের বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য এস এম শহিদুল ইসলাম, সময়ের কন্ঠ স্বর পত্রিকার সাংবাদিক জাহিদ হোসেন, সাতক্ষীরা মফস্বল সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব শেখ খায়রুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, এখলাস, তৌহিদুর রহমান লিটু, হারুন অর রশিদ, কবির হোসেন, ডাঃ একরামুল কবির, রফিকুল ইসলাম,
হেলাল উদ্দিন, আসাদ, মিজানুর রহমান প্রমূখ। বক্তরা বলেন দৈনিক পত্রদুত ও দৃষ্টিপাত সম্পাদকের নামে পৌর কাউন্সিলর কর্তৃক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দৈনিক পত্রদুত ও দৃষ্টি পাত সম্পাদকের নামে পৌর কাউন্সিলর কর্তৃক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার না হলে মফস্বল সাংবাদিক সহ সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা কঠোর আন্দোলন করা হবে। বক্তরা আরো বলেন দৈনিক কালের চিত্রের সাংবাদিক গাজী
ফরহাদের উপর সন্ত্রাসীর হামলার ঘটনায় অভিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার সহ হামলাকারী সন্ত্রাসীদের কঠোর শাস্তি দিতে হবে। বক্তরা বলেন সাংবাদিকদেরকে নির্যাতন,মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিশেষে
এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক সমাজ। মানববন্ধন ও সমাবেশে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ গ্রহন করে।