ঢাকা ও টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
রাজধানীর হাজারীবাগ ও কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব জানায়, সোমবার ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেলের পাশে বন্দুকযুদ্ধে সুমন (২২) নামে অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সুমন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই কাউছার আরও জানান, সুমনের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এদিকে সোমবার ভোরে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও মাদক পরিবহনে একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিহতরা হলেন, আব্দুর রহমান (৪২) ও ওমর ফারুখ (৩১)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। র্যাব-১৫ এর টেকনাফ ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বিষয়টি নিশ্চিত করেছেন।