সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, ‘আমি এমপি হিসেবে নয় আমি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বক্তব্য দিতে এসেছি। আমিও একদিন তোমাদের মত ছাত্র ছিলাম। দলের দুঃসময়ে ছাত্রলীগকে আমি সুসংগঠিত করেছি। ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। দলের সুনাম যেন নষ্ট না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস্-ঈ-নোমান বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকি নাজ, বরিবুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মো. ইমরান শেখ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি তানজীন নওশাদ পল্লব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান।