কালিগঞ্জে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।উক্ত বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার নরিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন
সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দক্ষিনশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, নরেন্দ্রনাথ, সাবেক যুগ্ন সম্পাদক আলিমুজ্জামান সাজু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু, মৌতলা ইউনিয়ন উপ নির্বাচনের নৌকা প্রতিকের প্রাথী শেখ মাহবুবর রহমান সুমন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগের একাংশের সভাপতি সালাউদ্দিন, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি /সাধারন সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন
শামসুজ্জামান খোকন, সাইফুল ইসলাম, আবুল বাসার আব্দুল হাকিম, আফছার আলী, শহিদুল ইসলাম, আব্দুর রহিম, ফারুক হোসেন, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মাষ্টার শফিকুল ইসলাম।বর্ধিত সভায় শোক দিবস পালনে মাস ব্যাপী
বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়। কুশুলিয়া ইউনিয়নের উপ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান সরদার মোস্তফা শাহিনের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর মিথ্যা সাংবাদিক সন্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সাথে দলের মধ্যে যারা সাংগঠনিক নিয়ম না মেনে চলছে ও সাংগঠনিক
বিরোধী কার্যক্রম করছে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খল ভঙ্গের জন্য জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে শাস্তির দাবি জানান। একইদিনে বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কর্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, চাম্পাফুল
চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়ার সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, দঃ শ্রীপুর আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফসার উদ্দীন সরদার, বিষ্ণুপুর সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচছু, কৃষ্ণনগর সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাধরন সম্পাদক
নাজমুল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ উজ্জল প্রমুখ।