কলারোয়ায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এম.পি
কলারোয়া পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় ২য় পর্যায়ের আওতায় ৬ কোটি টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের এ প্রকল্পের উদ্বোধন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ
আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কলারোয়া রির্পোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ
সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মফিজুল হক, আকিমুদ্দীন আকি প্রমুখ। পরে পৌর ভবনে
সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহকে পৌরসভার পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।