আশাশুনিতে স্বাস্থ্যবান শিশুর প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনিতে স্বাস্থ্যবান শিশুর প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশাশুনি সদরের জেলেখালী এসডিএফ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে, পিডি হার্থ সেন্টারে অংশ গ্রহণকারী শিশু ও তাদের মায়েদের অংশ গ্রহণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আশাশুনি-১, আশাশুনি-২, সোদকনা, শ্রীকলস, ধান্যহাটি ও দুর্গাপুরের শিশু ও মায়েরা অংশ নেন। ‘আমরাই পারি শিশুর সহিংসতা বন্ধ করতে’ শ্লোগানকে সামনে রেখে এই প্রতিযোগিতায় ৪০ জন মা অংশ নেন। চুড়ান্ত প্রতিযোগিতায় মা সোমাইয়া খাতুন ১ম, রীমা ২য় ও মোসলেমা ৩য় স্থান অধিকার করেন। অবসর প্রাপ্ত শিক্ষক শ্রীদাম চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র প্রোগ্রাম অফিসার সুজিত হালদার। বিশেষ অতিথি ছিলেন ভিডিসি সদস্য শংকর বিশ্বাস ও মিলন সরদার। সবশেষে বিজয়ী ও অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।