সুখবর দিলেন সালমান!
বলিউডের মোস্ট এলিজেবল ব্যচেলর সালমান খান। তার ভক্তের সংখ্যা যেন আকাশছোঁয়া। তবে ভাইজানের সব ভক্তের মনে একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন তিনি? এবার ভক্তদের হতাশ না করে সুখবর দিলেন ভাইজান।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অর্পিতা খান শর্মা। অর্থাৎ আবারো মামা হতে চলেছেন সালমান। জানা যাচ্ছে মুম্বইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ডাক্তারের তত্বাবধানে রয়েছেন অর্পিতা।
গত বছর নভেম্বরেই বিবাহিত জীবনের চার বছর পূর্ণ করেছেন আয়ুষ শর্মা ও অর্পিতা খান শর্মা। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টও করেন অর্পিতা। লেখেন, বিয়ে তখনই সফল হয় যখন দম্পতি নিজেদের মধ্যে অমিলগুলোও উপভোগ করতে শেখে। তুমি শুধু আমার স্বামী ও আহিলের বাবা নও, আমার প্রিয় বন্ধুও। সুখে-দুঃখে সব সময় আমার পাশে থেকেছো। তোমার মতো সঙ্গী পাওয়া ভাগ্যোর বিষয়। অনেক ভালবাসা রইল, শুভ বিবাহবার্ষিকী।
অর্পিতা খান সালমানের নয়নের মণি বললেও কম বলা হয়। বোনকে খুশি রাখতে কোনো কমতিই রাখেননি তিনি। অর্পিতার ইচ্ছানুসারে হায়দ্রাবাদের তাজ ফলকনুমা প্যালেসে জাঁকজমক করে বিয়ে হয় অর্পিতা ও আয়ুষের। তারপর তাদের জীবনে আসে প্রথম সন্তান আহিল। চিরদিনই শিশুদের সান্নিধ্য পছন্দ করেন ভাইজান। তাই আহিলকে যে তিনি চোখে হারান তা বলাই বাহুল্য। সালমানের খেলার সঙ্গী ছোট্ট আহিল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দুজনের খুনসুটির ভিডিও শেয়ার করেন তিনি।