সাতক্ষীরা শহরে বিদ্যুৎতের প্রি-পেইড মিটার নিয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিদ্যুৎতের প্রি-পেইড মিটার নিয়ে অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে খুলনা-সাতক্ষীরার নাগরিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা মতবিনিময় সভাটির আয়োজন করে।
শনিবার (২৭ জুলাই)দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ আলাউদ্দীন মিলনায়তনে নাগরিক আন্দোলন মঞ্চ,সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনার বিশিষ্ট নাগরিক নেতা ডা.বাহারুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ মো. আবদুল হামিদ,আইনজীবী নেতা এড. শাহ আলম,সিপিবি নেতা শুধাংষু শেখর হাওলাদার,জাসদ
নেতা ওবায়দুস সুলতান বাবলুসহ খুলনা-সাতক্ষীরার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারা বিদুৎতের প্রি-পেইড মিটারের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করেন।এবং গ্রাহক হয়রানির বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিদুৎত বিভাগকে অনুরোধ করেন।তা না হলে আগামীতে খুলনা-সাতক্ষীরার সাধারন জনগণের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।তার জন্য আপনাদের সকলের সহযোগিতা আশা করছি।