সাংবাদিক কন্যা রাজিয়া সুলতানা বাঁচতে চায়
দৈনিক ভোরের কাগজ পত্রিকার দেবহাটা প্রতিনিধি ও সময় বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও চালতেতলা গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের কন্যা রাজিয়া সুলতানা (১৫) আশাশুনি উপজেলার বদরতলা জে.সি.মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তার রোল-৬। জন্ম গত ভাবে রাজিয়া হার্ট ছিদ্র রোগে ভুগছে এবং একজন প্রতিবন্ধী। ছোট বেলা থেকেই তার চিকিৎসা খরচ চালাতে গিয়ে পিতা-মাতা সর্বশান্ত হয়ে পড়েছেন।
কিন্তু তার হার্টের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা প্রয়োজন। ভুমিহীন গরীব পিতার পক্ষে এত টাকা জোগাড় করে কন্যার চিকিৎসা করা সম্ভব নয়। “মানুষ মানুষের জন্য” অন্য ছেলে-মেয়েদের মতো রাজিয়া সুলতানা পৃথিবীতে বেঁচে থাকতে চায়। মানুষ হয়ে মাথা উচু করে দাঁড়াতে চায়। এমতাবস্থায় রাজিয়ার পিতা চিকিৎসার জন্য সমাজে দানশীল, হৃদয়বান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন। রোগ গ্রস্থ রাজিয়ার হার্ট অপারেশনের জন্য সাহায্য পাঠানোর বিকাশ নং-০১৭৬৩-৫৫৭৪৪০।