লিফটে চড়ে ভুলেও এই কাজটি করবেন না
বর্তমানে যেন লিফট ছাড়া কেউ চলতেই পারে না। সামান্য দুই এক তলা থেকে শুরু করে বহুতল ভবন হোক আর বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন বা কয়েক তলার শপিং মল। গোড়া থেকে চূড়ায় ওঠার সহজ উপায় কী? একবাক্যে সবাই মেনে নেবেন লিফট!
কিন্তু লিফট ব্যবহার সম্পর্কে আমরা কতটুকু জানি। অনেক সময় লিফটর দরজায় লাগানো সেন্সর কাজ না করলে বড় বিপদ হতে পারে –
১. বিশেষজ্ঞরা বলেন, কিছুতে বাধা পেলে এই অপটিক্যাল সেন্সর বৈদ্যুতিক সিগন্যালের সাহায্যে ফের সেই দরজা খুলে দেয়।
২. দরজায় আটকে যাওয়া যাত্রীর শরীরের কোনো অংশ যদি দরজার মাঝামাঝি থাকে, সেক্ষেত্রে বেশি সংখ্যায় সেন্সর একসঙ্গে কাজ করলে দরজাটি খুলে যায়
৩. তবে যখন যাত্রীর শরীরের কোনো ছোট অংশ যেমন হাত-পা বা আঙুল দরজায় আটকায়, তখন সবক’টি সেন্সর কাজ করে না।
৪. আবার সে মুহূর্তে যদি কোনো যান্ত্রিক গোলযোগ দেখা যায়, তাহলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
৫. লিফটের সেন্সর কখন বিকল হয়ে পড়বে, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।
৬. এজন্য হাত বা শরীরের অংশ লিফটের দরজা বন্ধ হওয়া আটকাতে ব্যবহার করা উচিত নয়।
৭. দুর্ঘটনা এড়াতে দরজা বন্ধ হওয়ার শেষ সময়ে লিফটে ওঠাও ঠিক নয়।
৮. কয়েক সেকেন্ড সময় বাঁচাতে গিয়ে বড় বিপদ ডেকে আনবেন না।