কলারোয়ায় সপ্তাহ ব্যাপী মশা নিধনের উদ্বোধন
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশা বাহিত রোগের প্রাদুর্ভাব এবং মশার বংশবৃদ্ধি ঠেকাতে শনিবার ২৭ জুলাই থেকে সপ্তাহ ব্যাপী মশা নিধন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭জুলাই) বেলা ১২টার দিকে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ সপ্তাহ ব্যাপী মশা নিধনের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌর
সচিব তুষার কান্তি দাস, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পৌর বিদ্যুৎ প্রকৌশলী সরওয়ার্দ্দি, পৌরসভার হিসাব রক্ষক ইমরুল ইসলাম, কর আদায়কারী নাজমুল হোসেন, পৌর কাউন্সিলর এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী, ওয়ার্ক এ্যাসিসটেন কার্য সহকারী ইমরান হোসেন, স্যানিটারী ইন্সেপেক্টর সুরেন্দ্র শেখর সাহা কাজল, অফিস
সহকারী মীর তৌহিদুর রহমান প্রমুখ। উল্লেখ্য- ফগার মেশিন দিয়ে পৌরসভার প্রতিটি ড্রেনে স্প্রে করা শুরু হয়েছে। এতে করে পৌর এলাকায় ডেঙ্গু মশা নিধন হবে এবং রোগের হাত থেকে এলাকার মানুষ রক্ষা পাবে।