লিবিয়া উপকূলে নৌকাডুবি: নিখোঁজ ১১৫
অবৈধ পথে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১৫ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্স’র
নৌকাটিতে আড়াইশ’ অভিবাসী ছিল। যারা আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ছিলেন। এদের মধ্যে অন্তত ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।
তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা’র (ইউএনএইচসিআর) আফ্রিকা এবং লিবিয়া বিষয়ক মুখপাত্র চার্লি ইয়াক্সলি টুইট বার্তায় জানান, নৌকাডুবির ঘটনায় প্রায় ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের লিবিয়ায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
Please follow and like us: