ডেঙ্গু জ্বরে চিকিৎসকের মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের চিকিৎসক তানিয়া রহমান ডেঙ্গু জ্বরে মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. তানিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস দ্বিতীয় পর্বে অধ্যয়নরত ছিলেন। ডেঙ্গু শকড সিনড্রোমে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানিয়ার তিন বছরের একটি ছেলে রয়েছে
Please follow and like us: