ক্যাব সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
কনজুমার এসোসিয়েশন অব সাতক্ষীরা -ক্যাব সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা নারকেলতলাস্থ সুশীলনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্যাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সাধারণ সম্পাদক সম্পা গোস্বামীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ক্যাব সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, যুগ্ম সম্পাদক জি এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পাপিয়া আহম্মেদ, সদস্য কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্যাব এর সদস্য মমতাজ আহমেদ বাপি, কালিদাশ রায়, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মনিরুল ইসলাম মীম, এম. বেলাল হোসাইন প্রমুখ।সভায় ভোক্তারা যেন কোন ভাবে প্রতারিত না হন বা না ঠকে এ বিষয়ে প্রচারণা মূলক লিফলেট, সভা, সেমিনার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।